ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আর্চবিশপের শিশু যৌন নির্যাতনের কথা জেনেও বলেননি পোপ

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭ আগস্ট ২০১৮ , ০৯:৫১ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সাবেক আর্চবিশপ থিওডোর ম্যাকক্যারিকের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জেনেও কিছু বলেননি পোপ ফ্র্যান্সিস।

বিজ্ঞাপন

২০১৩ সাল থেকে তিনি অভিযোগগুলো সম্পর্কে জানতেন বলে ১১ পৃষ্ঠার একটি লেখায় উল্লেখ করেছেন আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো। পোপ ফ্র্যান্সিসের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি।

এই সপ্তাহে আয়ারল্যান্ড সফর শেষে রোমে ফেরার সময় গণমাধ্যমকর্মীরা এই বিষয়ে জানতে চাইলে একটি কথাও বলবেন না বলে জানান পোপ ফ্র্যান্সিস।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আন্তরিকভাবে বলছি, এটা আপনাদের বলব। তার আগে আপনারা লেখাটা ভালোভাবে পড়ে বিচার করুন। আমি মনে করি আপনাদের জন্য এটিই যথেষ্ট হবে। আমাকে এটা নিয়ে একটা শব্দও বলতে হবে না।
-------------------------------------------------------
আরও পড়ুন : রাহুলের বেশির ভাগ প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি
-------------------------------------------------------

যৌন নির্যাতনের অভিযোগে গত জু্লাইয়ে পদত্যাগ করেন ম্যাকক্যারিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেন পোপ ফ্রান্সিস নিজেই। ম্যাকক্যারিকের দাবি, এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই তার।

এর আগে ২০১৩ সালের জুনে পোপকে ম্যাকক্যারিকের যৌন নির্যাতন সম্পর্কে জানান ভিগানো। তখন সদ্য নির্বাচিত পোপ ফ্র্যান্সিস তা জানার পরও কিছু বলেননি। ম্যাকক্যারিকও তার পদে বহাল ছিলেন।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

 

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |