ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

স্বাধীনতা ফিরিয়ে দিলো ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়া দ্বীপের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৪ নভেম্বর ২০১৮ , ০৮:১৩ পিএম


loading/img
ছবি: এএফপি

স্বাধীন হতে চায় না কে বা কারা? কিন্তু বিস্ময়কর হলেও স্বাধীনতার মতো অমূল্য রতনকে ফিরিয়ে দিলো ফ্রান্সের নিউ ক্যালিডোনিয়া দ্বীপের বাসিন্দারা।

বিজ্ঞাপন

রোববার কাতারের গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এক গণভোটে ফ্রান্সের অংশ হিসেবে থাকার পক্ষে মত দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপের বাসিন্দারা।

স্থানীয় টিভি নেটওয়ার্ক এনসি লা ১এরে’র খবরে বলা হয়েছে, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৫৭ শতাংশ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানের হার ছিল ৮০ শতাংশ।

বিজ্ঞাপন

গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এদিন সন্ধ্যায়। গণভোটে অংশগ্রহণের জন্য এক লাখ ৭৪ হাজার ভোটার নিবন্ধন করে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, ভোটারদের অধিকাংশই ফ্রান্সের নাগরিক হিসেবে থাকতে চায়।

ঔপনিবেশিক শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়ার দীর্ঘ ৩০ বছরের একটি চূড়ান্ত প্রক্রিয়া ছিল এই গণভোট। এর আগে ১৯৭৭ সালে অনুষ্ঠিত এক গণভোটে ফ্রান্সের সঙ্গে না পক্ষে ভোট দিয়ে স্বাধীনতা লাভ করে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত রাষ্ট্র জিবুতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

বিজ্ঞাপন

কে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |