দিন দিন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো অনেক ভারী হয়ে যাচ্ছে। তাই শিরদাঁড়ায় চাপ বাড়ছে। আর হোমওয়ার্কের চাপে মানসিকভাবেও ভারাক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। এবার তাই স্কুলের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারত সরকার। খবর ইকোনোমিক টাইমসের।
কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনও ‘হোমওয়ার্ক’ থাকবে না। একইসঙ্গে কোন শ্রেণির শিক্ষার্থীদের স্কুলব্যাগের ওজন সর্বাধিক কত হবে সেটাও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র সুপারিশ মেনে এমন নির্দেশনা জারি করেছে সরকার।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ব্যাগের ওজন কোনোভাবেই দেড় কেজির বেশি হবে না। দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যাগের ওজন হবে সর্বোচ্চ পাঁচে কেজি। সব স্কুলকে যথাযথভাবে এই নির্দেশ পালন করতে বলেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।
এরইমধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নতুন এই নিয়ম মানার ক্ষেত্রে নির্দেশ জারি করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।
এনসিইআরটি’র সুপারিশ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোনোরকম ‘হোমওয়ার্ক’ দেয়া যাবে না। শুধু তাই নয়, ওই দুই শ্রেণিতে ভাষা ও গণিত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভাষা, গণিত ও পরিবেশবিদ্যা ছাড়া অন্য কোনও বিষয় পড়াতে পারবে না স্কুল। এমনকি ছেলেমেয়েদের বাড়তি বই আনতেও বলা যাবে না।
আরও পড়ুন :
এ