ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য বিষয়ে চুক্তিতে অনুমোদন পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ , ১১:২৬ পিএম


loading/img
ছবি: ইরানের গণমাধ্যম পার্স টুডে

ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তিতে অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

ক্রেমলিনের ঘোষণা অনুসারে, প্রেসিডেন্ট পুতিন এই চুক্তিতে অনুমোদন দেয়ার পর এটি ফেডারেল আইন হয়ে গেছে এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চুক্তিটি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম শীর্ষস্থানীয় পার্স টুডে। এর আগে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা ও ফেডারেল অ্যাসেম্বলিতে চুক্তিটি অনুমোদিত হয়।

বিজ্ঞাপন

এই চুক্তি বাস্তবায়ন হলে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও তাদের কাছ থেকে ব্যাপাক ভিত্তিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পাবে ইরান। রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে যুক্ত হতে পারবে ইরান।

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন হলো একটা আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এতে আছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজস্তান।

সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা ও লোকজনের মুক্ত চলাচল এবং আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালে এই সংস্থা গড়ে তোলা হয়। সংস্থটিতে ইরানের যোগ দেয়ার বিষয়ে রাশিয়ার বিশেষ আগ্রহ ছিল।

বিজ্ঞাপন
Advertisement

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |