আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। আজভ সাগরে ইউক্রেনের নৌবাহিনীর বিরুদ্ধে মস্কোর তৎপরতার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে যুক্ত একজন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স।
আগামী ১৩-১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ইইউ নেতাদের সম্মেলনে সভাপতিত্ব করবেন ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এতে ইউক্রেনে অরাজকতার সৃষ্টির দায়ে শাস্তিস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা, জ্বালানি ও ব্যাংকিং ক্ষেত্রগুলোর ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে।
আর্জেন্টিনায় এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে ইউরোপ ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে যাবে দেশটিকে। আর এই কারণেই আমি মনে করি ডিসেম্বরের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়াবে ইইউ।
ইউক্রেনের নৌবাহিনীর জাহাজের বিরুদ্ধে রাশিয়ার সৈন্য ব্যবহার করা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত রোববার ক্রিমিয়া উপকূলে ইউক্রেন নৌবাহিনীর তিনটি জাহাজ আটক করে রাশিয়া। এর আগে জাহাজগুলোকে লক্ষ্য করে গুলিও ছোড়ে রুশ নৌবাহিনী। এতে ইউক্রেনের বেশ কয়েকজন নাবিক আহত হন।
ইউক্রেন এই ঘটনাকে আগ্রাসী আচরণ বলে মন্তব্য করলেও রাশিয়া দাবি করে, জাহাজগুলো অবৈধভাবে রাশিয়ার সীমানায় প্রবেশ করে।
ক্রিমিয়ার আদালতের আদেশ, আটককৃত ইউক্রেনের ১২ নাগরিককে ৬০ দিনের জন্য আটক রাখা হবে।
আরও পড়ুন :
- পাকিস্তানে একদিনে ডলারের বিপরীতে ১০ রুপির অবনমন
- নিসান মোটরের চেয়ারম্যানকে আটক রাখার সময় বাড়ালো আদালত
কে/পি