বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-র কর্মকর্তারা জানিয়েছেন, তহবিল সঙ্কটের কারণে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সাহায্য স্থগিত বা কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা।
ফিলিস্তিন অঞ্চলে সংস্থাটির পরিচালক স্টেফেন কিরনি বলেন, গত ১ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৭ হাজার ফিলিস্তিনি আর সাহায্য পাচ্ছে না।
তিনি বলেন, গাজায় এক লাখ ১০ হাজারসহ এক লাখ ৬৫ ব্যক্তি স্বাভাবিক পরিমাণের ৮০ ভাগ খাদ্য সাহায্য পাচ্ছে।
গত চার বছর ধরে ক্রমাগতভাবে আর্থিক সহায়তা কমতে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কর্তনের পর।
২০১৮ সালের ডব্লিউএফপি গাজায় আড়াই লাখ এবং পশ্চিম তীরে এক লাখ ১০ ব্যক্তিকে সহায়তা করেছে।
দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরে হেবরনের কাছে ইয়াত্তা গ্রামের মাহা আল-নাওয়াজাহ বলেন, তিনি আগের চেয়ে কম জিনিসপত্র কিনছেন।
৫২ বছর বয়সী এই মা বলেন, গত ডিসেম্বরে তারা আমার কার্ড পুনর্নবায়ন করেনি। ডব্লিউএফপি কার্ডের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। ওই কার্ড ব্যবহার করে তিনি তার পরিবারের ১২ সদস্যের জন্য খাবার কিনতেন।
তিনি বলেন, আমার পরিবারের সদস্যরা বেকার।
মাহা বলেন, আমার ছেলেদের ইসরায়েলে প্রবেশের অনুমতি নেই এবং আমার স্বামী মাঝে মধ্যে সেখানে যেতে পারে। ওই সময় সে কিছু অর্থ উপার্জন করে।
আরো পড়ুন:
এ