• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চীনের কাছে এক কোটি রুপির চুল বেচেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০১৯, ২২:০০
প্রতীকী ছবি

চীনের কাছে গত পাঁচ বছরে মোট এক লাখ পাঁচ হাজার ৪৬১ কেজি মানুষের মাথার চুল বিক্রি করেছে পাকিস্তান। ভারতীয় মুদ্রায় এই চুলের মূল্য ৯৪ লাখ রুপির বেশি।

শুক্রবার পাকিস্তানের সংসদে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা চলাকালে দেশটির বাণিজ্য ও বস্ত্র দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

গণমাধ্যমটি জানায়, গত কয়েক বছরে চীনে কসমেটিকস ইন্ডাস্ট্রির বাজার আরও বড় আকার ধারণ করেছে। ফ্যাশন ও স্টাইল নিয়ে বেশ সচেতন দেশটির সাধারণ মানুষ। নতুন ধরনের পরচুলা এবং বিভিন্ন রঙের হেয়ারব্যান্ড পরে সাজতে পছন্দ করে তারা।

আরও জানায়, উন্নতমানের এসব সামগ্রী তৈরি করতে সাধারণত মানুষের চুল ব্যবহার করা হয়। কিন্তু চাহিদার যোগান দিতে হিমশিম খাচ্ছে চীন। তাই পাকিস্তানের কাছ থেকে চুল কিনেছে দেশটি। শুধু চীনে নয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশেও চুল রপ্তানি করে পাকিস্তান।

কে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন পাকিস্তানি যুবক
ডাক মারার রেকর্ডে ভারতের সূর্যকুমারের সঙ্গী পাকিস্তানের শফিক  
দ. আফ্রিকা-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামে সন্তান প্রসব
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী