• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ভুলের জন্য মেলানিয়ার কাছে ক্ষমা চাইলো দ্য টেলিগ্রাফ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০১৯, ১০:০৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে তাদের প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ক্ষমা চেয়েছে। এছাড়া এজন্য মেলানিয়ার যে ক্ষতি হয়েছে তার ‘ক্ষতিপূরণ’ দিতে সম্মত হয়েছে তারা। খবর বিবিসির।

পত্রিকাটি জানিয়েছে, শনিবার তাদের ম্যাগাজিনের কভার স্টোরি হিসেবে ‘দ্য মিস্ট্রি অব মেলানিয়া বা মেলানিয়ার রহস্য’ শিরোনামে যে প্রতিবেদন ছাপা হয় তা ভুলে ভরা ছিল। এজন্য ক্ষমা চেয়ে ‘ম্যালানিয়া ট্রাম্প-একটি ক্ষমা প্রার্থনা’ শিরোনামে বিবৃতও ছেপেছে দ্য টেলিগ্রাফ।

মেলানিয়ার রহস্য শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, তার স্বামী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে মেলানিয়া তার মডেলিং ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। সেখানে আরও বলা হয়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাতে নাকি কেঁদেছিলেন মেলানিয়া।

মেলানিয়ার একজন মুখপাত্র বলেন, তার বিরুদ্ধে যখন মিথ্যা বলা হচ্ছে, তখন তিনি চুপ থাকতে পারেন না।

দ্য জানিয়েছে, তাদের ওই প্রতিবেদন ছাপা উচিত হয়নি এবং তারা মেলানিয়া ট্রাম্পকে আইনি খরচ দেবে।

ক্ষমা চেয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তার স্বামীর সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই একজন সফল মডেল ছিলেন মেলানিয়া এবং তার স্বামীর সহায়তা ছাড়াই মডেলিংয়ের কাজ পেয়েছিলেন তিনি।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, তাদের প্রতিবেদনে বলা হয়েছিল ২০০৫ সালে নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের মালিকাধীন একটি ভবনে বসবাস শুরু করেন মেলানিয়া, তার বাবা-মা ও বোন।

ব্রিটিশ এই পত্রিকাটি তাদের ক্ষমা চেয়ে প্রকাশিত বিবৃতিতে এখন বলছে, এই তথ্যটি ভুল ছিল।

দ্য টেলিগ্রাফের প্রকাশিত বিবৃতি অনুযায়ী আরও বেশ কিছু তথ্যের ক্ষেত্রে ভুল করেছে তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে খোলা স্থানে হচ্ছে না ট্রাম্পের শপথ অনুষ্ঠান
ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের দূত
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ
ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিলো আদালত