• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাঙ্গেরিতে সন্তান চারের বেশি হলে কর মাফ

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৮

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, দেশটিতে কোনও নারী চার সন্তান বা তার চেয়ে বেশি সন্তান জন্ম দিলে তাদের আয়কর মওকুফ করে দেয়া হবে। দেশটিতে জনসংখ্যা কমে যাওয়ার প্রেক্ষিতে জন্মহার বাড়ানোর অংশ হিসেবে তিনি এ ঘোষণা দিলেন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীদের ওপর নির্ভরতা কমাতে এটি হাঙ্গেরির ভবিষ্যৎ রক্ষার করার একটি উপায়।

হাঙ্গেরির ডানপন্থী সরকার বরাবরই মুসলিম অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন।

হাঙ্গেরির জনসংখ্যা প্রতি বছর ৩২ হাজার করে কমছে এবং হাঙ্গেরির নারীদের সন্তানের সংখ্যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গড়ের তুলনায় কম।

জনসংখ্যা বাড়াতে সরকারের এই পরিকল্পনা অনুযায়ী তরুণ দম্পতিদের বিনা সুদে এক কোটি ফরিন্ট (৩৬ হাজার ডলার) ঋণ দেয়া হবে। মূলত, সন্তান নিতে আগ্রহ তৈরি করতে এই পরিকল্পনা হাতে নিয়েছে হাঙ্গেরির সরকার।

অরবান বলেন, পশ্চিমাদের জন্য ইউরোপের জন্মহার কেন কমছে—এ প্রশ্নের উত্তর হলো অভিবাসন।

তিনি বলেন, আমাদের একজন নারী সন্তান নিচ্ছেন না, তবে একজন অভিবাসী চলে আসছে। সব মিলিয়ে জনসংখ্যা ঠিক রয়েছে। তবে হাঙ্গেরির মানুষ ভিন্নভাবে চিন্তা করে। আমরা সংখ্যায় বিশ্বাসী নই, আমাদের হাঙ্গেরীয় শিশু চাই।

এদিকে হাঙ্গেরির জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে সরকার আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এগুলো হলো আগামী তিন বছরে ২১ হাজার নার্সারি তৈরি, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য অতিরিক্ত আড়াই বিলিয়ন ডলার ব্যয়, আবাসনে ভর্তুকি ও গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা আন্দোলনের পক্ষে যা বললেন হুমায়ূন আহমেদের চার সন্তান
ব্যাক টু ব্যাক জয়ে শেষ ষোলোর দ্বারপ্রান্তে জামার্নি
হাঙ্গেরিকে বিধ্বস্ত করে শুভসূচনা সুইজারল্যান্ডের
বুদাপেস্টে ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল