• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিমুক্ত করা হবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পুরো দেশ জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাবে সিরিয়ার সেনাবাহিনী।

লেবাননের আল-মানার টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় জানান। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়ার সেনাবাহিনীর নিজের সক্ষমতা ও শক্তিমত্তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং তারা চলমান সহিংসতা শেষে দেশের প্রতিটি স্থান পুনরুদ্ধার করবে।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রতিটি অলি-গলি জঙ্গিমুক্ত হতে আর বেশি দেরি নেই। চূড়ান্ত বিজয়ের পর সিরিয়ার জনগণ বিশ্বের বুকে আবার আগের মতো মাথা উচু করে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিরিয়ার সেনাবাহিনী গত আট বছরের যুদ্ধ শেষে বর্তমানে দেশের প্রায় পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এক সময় সিরিয়ার অর্ধেকেরও বেশি ভূমি জঙ্গিদের দখলে চলে গেলেও এই মুহূর্তে দেশটির মাত্র ১১ শতাংশ ভূমির ওপর জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকার এসব ভূমি অচিরেই পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছে দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান থেকে আসা জাহাজের ৩১৭ কনটেইনারে যা আনা হলো
শাকিবের ‘দরদ’র মুক্তি নিয়ে যা বললেন অপু বিশ্বাস
মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতের আমির
সন্তানদের আর্তনাদে কারামুক্ত সেই জামাল মিয়া