ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে স্ট্যাচু অব ইউনিটি দেখতে পর্যটকদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ , ১১:২৮ এএম


loading/img

উদ্বোধনের পর থেকেই মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করেছে প্রায় ১৮২ মিটার বা ৬০০ ফুট উঁচু ‘স্ট্যাচু অব ইউনিটি’। প্রচুর পরিমাণে পর্যটক আসায় ইতোমধ্যে পর্যটন বিভাগের কাছে লাভজনক হয়ে দেখা দিয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তি। এজন্য গুজরাট পর্যটন বিভাগের আয় বেড়েছে অনেক।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, আনন্দবিজেপি সাংসদ বরুণ গাঁধী সম্প্রতি সংসদে প্রশ্ন করেন, ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ঘিরে যে কর্মসংস্থান এবং উন্নয়নের কথা বলা হয়েছিল, তার অগ্রগতি কতটুকু?

এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটন বিষয়ক মন্ত্রী কে জে আলফন্স জানান, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা লাভ হয়েছে। এই তিন মাসে প্রায় ৭ লক্ষ পর্যটক এসেছেন মূর্তিটি দেখতে। অথচ এর আগে অঞ্চলটিতে এক বছরে সব মিলিয়ে পর্যটকদের আনাগোনার সংখ্যা ছিল মাত্র ৮ লক্ষ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় পর্যটন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, স্থানটিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে ইতোমধ্যে সেখানে বিভিন্ন বিনোদন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া দ্রুতই ওই অঞ্চলে অ্যামিউজমেন্ট পার্ক, ফুড কোর্ট, নৌকা বিহার-সহ আরও নানা ব্যবস্থা চালু হবে।

এদিকে গুজরাট পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সি-প্লেন চালুর চেষ্টা করা হচ্ছে। সবুজ সঙ্কেত পেলে ওই সি-প্লেন ব্যবস্থা চালু হয়ে যাবে। এই সুবিধা চালু হলে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে  ‘স্ট্যাচু অব ইউনিটি’।

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |