ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গণতন্ত্রকে শক্তিশালী করতে পুনর্নির্বাচন: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ০৮ মে ২০১৯ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচন পুনরায় অনুষ্ঠান দেশের জন্য ‘সর্বোত্তম পদক্ষেপ’। তার একে পার্টির একটি সংসদীয় বৈঠকে এরদোয়ান বলেন, গণতন্ত্র ও আইনের মধ্যে থেকে আমাদের সমস্যা সমাধান করতে এটাই সর্বোত্তম পদক্ষেপ।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, ইস্তাম্বুলের মেয়র নির্বাচন ‘সংঘবদ্ধ অপরাধ এবং গুরুতর দুর্নীতির’ কারণে প্রভাবিত হয়েছে। তিনি জোরারোপ করে বলেন, নির্বাচনে ‘অবৈধ’ পন্থার প্রয়োগ হয়েছে এবং পুনর্নির্বাচন ‘আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

২০০৩ সালে ক্ষমতায় আসা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন যে, ব্যালট বাক্সে ‘জনগণের আকাঙ্খা’ চুরি করেছে ‘চোররা’। তিনি বলেন, যদি তাদের কাছে জবাবদিহি না চাওয়া হয়, তাহলে ‘আমাদের জনগণ আমাদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে।’

বিজ্ঞাপন

গত ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে অল্প ব্যবধানে জয়লাভ করে বিরোধী প্রার্থী একরেম ইমামোগলু। কিন্তু একে পার্টির দাবি ওই নির্বাচনে কারচুপি হয়েছে। যদিও ইউরোপিয়ান পার্লামেন্ট বলছে, পুনরায় ওই নির্বাচন অনুষ্ঠানে তুরস্ক সরকারের ঘোষণা দেশটির গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নের ‍মুখে ফেলবে।

এদিকে আগামী ২৩ জুন নতুন এই পুনঃনির্বাচনকে সামনে রেখে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন অংশে শত শত লোক জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়।

অন্যদিকে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়াকে শহরটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |