ফ্রান্সের গ্রেনোবল শহরের ক্রেতস-এন-বেল্লেদোন্নে গ্রামের জুলেস ফেরি প্রাইমারি স্কুলের কর্তৃপক্ষ একটি ক্লাস বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে বলে ঘোষণা দেয়।
শিক্ষার্থীর সংখ্যা ২৬৬ থেকে কমে ২৬১ জন হওয়ায় এই ঘোষণা দেয়া হয়। তাই শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে এক কৃষক স্কুলটিতে ১৫টি ভেড়াকে ভর্তি করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।
স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে মাইকেল গিরার্দ নামের এই কৃষক প্রতীকীভাবে তার ভেড়ীগুলোর নিবন্ধন করান। এই নতুন শিক্ষার্থীদের মধ্যে আছে বা-বেতে, দলি ও শাউন।
স্কুলটির বাইরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ২০০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তার সঙ্গে ৫০টি ভেড়ী নিয়ে যোগদান করেন গিরার্দ।
এসময় স্থানীয় মেয়র জিয়ান-লুইস ম্যারেতের সামনে ভেড়ীগুলোর জন্মসনদ উপস্থাপন করা হয়। এগুলোকে স্কুলটিতে ভর্তির বিষয়ে জানতে চান তিনি।
এসময় এক শিক্ষার্থীর অভিভাবক গ্যায়েল্লে ল্যাভ্যাল বলেন, এখন আর কোনও ক্লাস বন্ধ করা উচিত হবে না। কারণ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সংখ্যার সঙ্গে জড়িত।
এই অনুষ্ঠানে ছেলেমেয়েদের হাতে থাকা একাধিক সাইনবোর্ডে লেখা ছিল, আমরা ভেড়া নয়।
কে/পি