যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কেটচিকান শহরের কাছাকাছি মাঝ আকাশে দুটি প্লেনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় প্রিন্সেস ক্রুজেস কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে একথা জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় দুপুর একটায় আঞ্চলিক এয়ারলাইন তাকুয়ান এয়ার পরিচালিত একটি ছোট ভাসমান উভচর প্লেন উপকূলীয় পর্যটন এলাকায় উড্ডয়নকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রিন্সেস ক্রুজেসের মাধ্যমে বিক্রি হওয়া এই ফ্লাইট আলাস্কার মিস্টি ফিয়োর্ডস থেকে ১০ যাত্রী এবং এক পাইলট নিয়ে ফিরছিল।
সংঘর্ষে জড়িয়ে পড়া দ্বিতীয় প্লেনটি প্রিন্সেস ক্রুজেসের। এটি এই কোম্পানির ক্রুজ শিপ রয়্যাল প্রিন্সেস থেকে চার যাত্রী নিয়ে রওনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়।
এই বিজ্ঞপ্তি অনুসারে, প্রিন্সেস ক্রুজেসের প্লেনটিতে থাকা চার যাত্রী এবং এক পাইলট নিহত হন। তাকুয়ান এয়ারের প্লেনটিতে থাকা যাত্রীদের নয়জনকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়।
এই প্লেনে থাকা আরেক যাত্রী এবং পাইলট সম্পর্কে কিছুই বলা হয়নি প্রিন্সেস ক্রুজেসের সংবাদ বিজ্ঞপ্তিটিতে।
কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এই সংঘর্ষের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।
যাত্রীদের প্রতি প্রিন্সেস ক্রুজেসের পূর্ণ সমর্থন আছে বলেও উল্লেখ করেছে কোম্পানিটি।
কে/এমকে