পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। চলতি মাসে এই সফর হতে পারে বলে জানিয়েছে দেশটির কূটনৈতিক সূত্রগুলো। গত আগস্টে ক্ষমতায় আসার পর এই প্রথম ওয়াশিংটন যাচ্ছেন ইমরান।
ঊর্ধ্বতন এক কূটনীতিকের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, ইমরান খানের সফর ঠিক কবে হবে তা এখনও নিশ্চিত হয়নি। তবে সময় নির্দিষ্ট করার জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
ইমরানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে পরিকল্পনা চলছে গত জানুয়ারি থেকেই। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের নেতার সঙ্গে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করায় বৈঠকের বিষয়টি গুরুত্ব পায়।
এদিকে ইমরান খানের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, জুনে যুক্তরাষ্ট্র সফরে যেতে ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তখন বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকায় যেতে পারেননি তিনি। কোরেশি বলেন, ট্রাম্প-ইমরানের বৈঠকে আঞ্চলিক অনেক বিষয় গুরুত্ব পাবে।
ডি/