ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

জোভান-মেহজাবিনের 'ওয়ান ওয়ে রোড'

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০১ জানুয়ারি ২০১৭ , ০৩:৩২ পিএম


loading/img

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি'তে শুরু হচ্ছে এক ঘন্টার বিশেষ নাটক নিয়ে সাপ্তাহিক আয়োজন 'মানডে নাইট সুপার ড্রামা।'

বিজ্ঞাপন

এবারের আয়োজনে থাকছে হালের জনপ্রিয় তারকা মেহজাবিন ও জোভান অভিনীত নাটক 'ওয়ান ওয়ে রোড।' রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাতল।

নাটকের গল্পে দেখা যাবে, রায়হান আর মিজান বাল্যকাল থেকেই ভালো বন্ধু। মিজানের মেয়ে প্রীতি না থাকলেও প্রায় ডজন খানেক মেয়ের সঙ্গে প্রেমের বিষয়ে রায়হানকে সাহায্য করেছেন। এমনকী রায়হানের বিয়ের প্রথম স্বাক্ষীও তিনি। বন্ধুর প্রতি একটু বেশিই ভালোবাসা থাকায় বিয়ের পরেও রায়হানের মেয়েদের প্রতি দুর্বলতাকে সায় দিয়ে যায় মিজান!

বিজ্ঞাপন

একদিন রায়হান নিলা নামে একটি মেয়েকে তার অফিসে নিয়ে আসে। প্রথম দেখাতেই নিলাকে ভালোলাগে তার। কিন্তু নিজের মনের কথাটা মনে রেখে রায়হানকে সাহায্য করে যেতে থাকেন মিজান। 

মনে মনে নিলা যেন রায়হানের প্রেমে অন্ধ হয়ে কোন ভুল কওে না বসে এ নিয়ে খেয়াল রাখা শুরু করে মিজান। তখন থেকেই ঘটতে থাকে নানান মজার ঘটনা।

২ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত ৮টা ১০ মিনিটে 'মানডে নাইট সুপার ড্রামা।'  প্রচারিত হবে আরটিভির পর্দায়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এইচএম/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |