ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিলিপিন্সে তিনটি ফেরিডুবির ঘটনায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৪ আগস্ট ২০১৯ , ০৫:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফিলিপিন্সে খারাপ আবহাওয়ার কারণে তিনটি ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা। শনিবার মধ্যাঞ্চলীয় গুইমারাস দ্বীপ ও ইলোইলো প্রদেশে ওই তিনটি ফেরি ডুবে যায়।

বিজ্ঞাপন

ফিলিপিন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিনটি ফেরিতে ৯৬ জন যাত্রী ও ক্রু ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেগুলো উল্টে যায়।

ফিলিপিন্সের কোস্টগার্ডের মুখপাত্র কমান্ডার আর্মান্ড বালিও বলেছেন, এখনও নিখোঁজ তিনজনকে খুঁজে বের করতে অভিযান চলছে। তবে বাকি যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা ওই তিনটি ফেরিডুবির ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন।

বালিও বলেন, দুটি ফেরিতে যাত্রী থাকলেও তৃতীয় ফেরিতে কোনও যাত্রী ছিল না। ওই ফেরিতে পাঁচজন ক্রু ছিল এবং তাদের উদ্ধার করা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: টেক্সাসের পর এবার ওহাইওতে হামলা, বন্দুকধারীসহ নিহত ১০
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

এদিকে কোস্টগার্ড নিহতের সংখ্যা ৩১ জন বললেও ইলোইলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মৃতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।

দ্বীপপুঞ্জ রাষ্ট্র ফিলিপিন্সে প্রতি বছর ফেরিডুবির ঘটনায় বহু লোকের মৃত্যু হয়। সাত হাজার ১০০ দ্বীপের দেশ ফিলিপিন্সের নৌ নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |