ভারতের বিজেপি সরকার সংবিধান পরিবর্তন করে কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এই সমাবেশে বক্তারা বলেন, আমরা এখানে ভারতের বিরোধিতা করতে আসিনি। আমাদের এই বিরোধিতা ভারতীয় সরকারের নীতি-নৈতিকতা ও আদর্শের বিরোধী। মোদি সরকার মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে তাদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। বারবার রক্ত ঝরছে সাধারণ মানুষের। আমাদের আজকের এই অবস্থান তারই বিরুদ্ধে।
সমাবেশে বক্তারা ভারতের তৈরি করা এই সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলো ও বিশ্ব নেতাদের উদ্যোগের আহ্বান জানান।
বিজ্ঞাপন
জেবি/ এমকে