ঘণ্টায় দুইশ কিলোমিটার গতিতে ছুটছে বুলেট ট্রেন (ভিডিও)
ঘণ্টায় দুইশ কিলোমিটার গতিতে ছুটছে বুলেট ট্রেন। ট্রেনের যাত্রা চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রাচীন শহর তালি। যেতে হবে প্রায় তিনশ কিলোমিটার পথ। ট্রেনে বাংলাদেশের দেড় শতাধিক শিক্ষার্থী। বেশির ভাগেরই বুলেট ট্রেনে চড়ার প্রথম অভিজ্ঞতা। বাংলাদেশেও বুলেট ট্রেন চালু হওয়ার প্রত্যাশা তাদের।
বুলেটের গতিতে চলছে ট্রেন। কখনো ঘণ্টায় দেড়শ কিলোমিটার। কখনো দুইশ।
চায়না-বাংলাদেশ ইয়ুথ ক্যাম্প-২০১৯ এ অংশগ্রহণকারীদেরকে ইউনান প্রদেশের প্রাচীন শহর তালি পরিদর্শনে নেয়া হবে। তাই রাজধানী কুনমিং থেকে প্রায় তিনশ কিলোমিটার দূরের পথ পাড়ি দিতে বেছে নেয়া হয় বুলেট ট্রেন।
দেড় শতাধিক শিক্ষার্থী। প্রায় সবারই জীবনে বুলেট ট্রেনে ভ্রমণের প্রথম অভিজ্ঞতা।
যাওয়া-আসার পথে দেখা মিলেছে চীনের গ্রামীণ সমাজ উন্নয়ন আর কৃষি ব্যবস্থার নানান দৃশ্য। তিনশ কিলোমিটার পথের মধ্যে একশ কিলোমিটারের বেশি আবার পাহাড়ের ভেতরের টানেল। এসব দেখে রোমাঞ্চিত অভিভূত সবাই।
বাংলাদেশেও বুলেট ট্রেন চালু হওয়ার প্রত্যাশায় তারা। সরকার এরই মধ্যে ঢাকা-চট্টগ্রামের জন্য বুলেট ট্রেন প্রকল্প হাতে নিয়েছে। ২০২২ সালের মধ্যেই দুই ঘণ্টায় এই পথ পাড়ি দেয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চায় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
এমকে
মন্তব্য করুন