ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতিসংঘে সেলফিকাণ্ড ঘটিয়ে আলোচিত হলেন প্রেসিডেন্ট নায়িব

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ , ০৯:৫৭ এএম


loading/img
ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বক্তৃতা দিতে এসে ব্যতিক্রমী ঘটনা ঘটিয়ে আলোচিত হয়েছেন  মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের তরুণ প্রেসিডেন্ট নায়িব বুকেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তিনি বক্তৃতা দিতে উঠে শুরুতেই ‘এক সেকেন্ড প্লিজ’ বলে উপস্থিত সবার কাছে কিছুটা সময় চেয়ে নেন। এরপর ঝটপট নিজের মোবাইল বের করে জাতিসংঘের লোগোসহ একটি সেলফি তুলে ফেলেন।

এরপর তার সরস মন্তব্য ছিল, ‘বিশ্বাস করুন, যতো না মানুষ আমার এ বক্তব্য শুনবে, তার চেয়েও অনেক বেশি মানুষ এই সেলফি দেখবে’।

বিজ্ঞাপন

৩৮ বছর বয়সী এল সালভাদরের তরুণ এ প্রেসিডেন্ট সময়ের সঙ্গে সঙ্গে জাতিসংঘকে হালনাগাদ করার আহ্বান জানান। এছাড়া বিশ্বনেতাদের উদ্দেশ্যে যার যার দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ স্থাপনে বেশি বেশি কাজ করার আহ্বানও জানান তিনি।

নায়িব বুকেলে এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে রাজধানী সান সালভাদরের মেয়র ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তুখোড় এক ভোক্তা।

জাতিসংঘের বক্তবৃতায় তরুণ এই প্রেসিডেন্ট জানান, নির্বাচনী প্রচারণায় ফেসবুক লাইভ কিভাবে তাকে বিরোধীদের থেকে এগিয়ে রেখেছিল সে ঘটনাও বলেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট পদে জয়লাভের অনেকটা কৃতিত্বই তিনি দেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে।  

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |