৯২ বছরের মাকে শুকরের খাঁচায় বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছেন তার ছেলে এবং ছেলের বউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজিতে।
ইয়াং নামের বৃদ্ধ মায়ের প্রতিবেশি প্রিটি নান গুলান তার এ বন্দিদশার ভিডিও করে তা পোস্ট করেন। সঙ্গে সঙ্গে সে ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘মিয়াওপাই’ নামে ভিডিওটি ৬ জানুয়ারি আপলোডের পরে বৃহস্পতিবার রাত পর্যন্ত আঠারো লাখের বেশিবার দেখা হয়েছে।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় বৃদ্ধাকে। তার হাড্ডিসার শরীরের ছবি ছাপা হয় মর্নিং পোস্ট পত্রিকায়।
তবে চীনে এ ধরনের ঘটনা একেবারেই নতুন নয়। সেখানে বৃদ্ধ বাবা-মায়ের প্রতি সন্তানদের এমন অবেহলার খবর প্রায়ই পাওয়া যায়। ২০১৪ সালে হেনান প্রদেশে নব্বই বছরের এক বৃদ্ধ এমন অবস্থার শিকার হয়েই প্রাণ হারিয়েছিলেন।
এফএস/ জেএইচ