সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিঘাঁটি লক্ষ্য করে চালানো তুরস্কের বিমান হামলায় নিহত হয়েছে ৪১ আইএস জঙ্গি।
বিজ্ঞাপন
এমনটি দাবি করে তুর্কি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার ১০টি বিমান হামলা চালানো হয়েছে। আল-বাব শহরের দখল নিতে সিরিয় বিদ্রোহীদের সহায়তা করে আসছে তুর্কি বাহিনী।
এদিকে ইউফ্রেটিস শিল্ড নামের ওই অভিযান গড়িয়েছে চতুর্থ মাসে। এতে তুর্কি সীমান্ত থেকে কিছুটা পিছু হটেছে আইএস জঙ্গিরা। এর আগে গেলো সপ্তাহে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেসামরিক নাগরিকদের বাঁচাতে লড়াইয়ের তীব্রতা কমিয়ে আনা হয়েছে।
বিজ্ঞাপন
এইচটি / এসজেড