ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে পোষা সাপই গলা পেঁচিয়ে মারলো মালিককে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৪ নভেম্বর ২০১৯ , ০১:২৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

প্রিয় পোষা সাপই মৃত্যু ডেকে আনলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক নারীর। ওই নারীর গলায় পেঁচিয়ে যায় একটি আট ফুটের পাইথন। তাতেই মৃত্যু হয় তার। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা জানায়, লরা হার্স্ট নামের ওই নারী অনেকগুলো সাপ পুষতেন। তাদের মধ্যেই একটি পাইথনের কারণে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

৩৬ বছর বয়সী লরা প্রায় ২০টি সাপ পুষতেন। তার সাপের সঙ্গে আরও প্রায় ১২০টি সাপ রাখা হতো একটি বাড়িতে। ওই বাড়িটি স্থানীয় শেরিফ ডন মুনসনের। সেখানেই ওই ১৪০টি সাপ রাখার ব্যবস্থা ছিল। যাদের সাপ তারা নিয়মিত সেখানে গিয়ে সেগুলোকে দেখে আসতেন।

ডন মুনসন ওই সাপ রাখার বাড়িটির পাশেই একটি বাড়িতে থাকতেন। তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায়ও তিনি লরাকে সাপের বাড়িটিতে দেখেছেন। কিন্তু পরে জানতে পারেন সেখানে লরার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছেন, তদন্ত চলছে। কীভাবে লরার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, একটি আট ফুটের পাইথন তার গলায় পেঁচিয়ে যায়। তিনি চেষ্টা করেন সেই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। তবে ঠিক কী ঘটেছিল তা ময়নাতদন্ত ও অন্যান্য রিপোর্ট থেকে নিশ্চিত করে বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |