সীমিত সম্পদ ও বাজেট সত্ত্বেও সর্বোচ্চ বিচার সেবাদানে বিচার বিভাগ সাধ্যমতো দায়িত্ব পালন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। মন্তব্য করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার প্রধান বিচারপতির হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষে দেয়া বাণীতে এ মন্তব্য করেন তিনি।
এসকে সিনহা বলেন, রাষ্ট্রের ক্রান্তিলগ্নে বিচার বিভাগের ঐতিহাসিক সিদ্ধান্ত দেশে-বিদেশে নন্দিত হয়েছে। তার ওপর গণতন্ত্র সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিচার বিভাগের স্বাধীন মতামত ও সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি বলেন, স্বল্পতম সময়ের মধ্যে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার বিচার নিষ্পত্তি করায় বিচার বিভাগের প্রতি দেশের আপামর জনগণের আস্থা আরো বেড়েছে।
প্রধান বিচারপতি আরো বলেন, বিচার বিভাগ (সংবিধানের মূল চেতনা) সীমার বাইরে গিয়ে অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমিও প্রত্যাশা করি, রাষ্ট্রের অন্য বিভাগ বিচার বিভাগের দায়িত্ব পালনে কোনো হস্তক্ষেপ না করুক।
কে/ডিএইচ