ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাবরি মসজিদ ফেরত চাই: আসাদউদ্দিন ওয়েইসি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ , ১০:১৪ এএম


loading/img
ছবি সংগৃহীত

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি শুক্রবার বলেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই। আউটলুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েইসি বলেন, ভারতের সংবিধান ও বহুত্ববাদের বিরুদ্ধে যেকোনো কিছুরই বিরোধিতা করবেন তিনি।

বিজ্ঞাপন

এআইএমআইএম-র প্রধান বলেন, আমার জন্য, সংবিধানই সর্বোচ্চ এবং এটা আমাকে সুপ্রিম কোর্টের রায়ের সম্মানজনকভাবে দ্বিমত পোষণের অধিকার দিয়েছে। যা সংবিধানের বিরুদ্ধ তা আমি বিরোধিতা করবো।

আসাদউদ্দিন ওয়েইসি বলেন, আমাদের লড়াই এক খণ্ড জমির জন্য ছিল না। সেটা আমাদের আইনি অধিকার নিশ্চিত করার জন্য ছিল। সুপ্রিম কোর্টও বলেছে, মসজিদ নির্মাণের জন্য কোনও মন্দির ভাঙা হয়নি। আমি আমার মসজিদ ফেরত চাই।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার এক টুইট বার্তায়ও হায়দরাবাদের এই এমপি লিখেন, আমি আমার মসজিদ ফেরত চাই।

গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেন সুপ্রিম কোর্ট। এছাড়া একটি মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেয়ার নির্দেশ আদালত।

ওই রায়ের পর ওয়েইসি সুপ্রিম কোর্ট নিয়ে লেখা একটি বই ‘সুপ্রিম বাট নট ইনফলিবল’ বইয়ের ছবি টুইট করেন। একই দিন একটি সংবাদ সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, এটা তথ্যপ্রমাণের ওপর বিশ্বাসের জয়।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |