আফ্রিকান ন্যাশন্স কাপে পিছিয়ে পড়েও গিনি বিসাউয়ের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিলো ক্যামেরুন।
বিজ্ঞাপন
স্ট্যাড ডি’ অ্যাঙ্গোনজেতে পিকেতি’র গোলে এগিয়ে যায় গিনি বিসাউ। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ক্যামেরুন।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় সিংহরা। ৬১ মিনিটে সেবাস্তিয়ান সিয়ানির গোলে সমতায় ফেরে ক্যামেরুন। আর ৭৯ মিনিটে মাইকেল এনগাদু এনগাডজুই গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।
বিজ্ঞাপন
এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো আফ্রিকার অদম্য সিংহরা।
দিনের দ্বিতীয় ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে গ্যাবোন।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টায় তিউনিশিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। আর রাত ১টায় সেনেগাল লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে।
বিজ্ঞাপন
ডিএইচ