ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিয়ায় সরকারি বাহিনীর রকেট হামলায় শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ , ১০:১৩ এএম


loading/img
ফাইল ছবি

নতুন বছরের প্রথম দিনেই সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে সরকারি বাহিনীর রকেট হামলায় চার শিশুসহ নিহত হয়েছে আট জন। আহত হয়েছে আরও ১৬ জন। 

বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস জানায়, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সারমিন শহরের স্কুলটিতে চালানো ওই হামলায় নিহতদের মধ্যে দুই নারীও আছেন। 

তারা আরও জানায়, শিক্ষক আর শিক্ষার্থী মিলিয়ে বেশ সরগরম ছিল স্কুলটি। সিরিয়ায় চলমান অভিযানে এ পর্যন্ত ইদলিবের ৪০টিরও বেশি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। জাতিসংঘের তথ্যমতে, ১২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। 

বিজ্ঞাপন

এর আগে গেল বছরের এপ্রিল থেকে রাশিয়ার সহযোগিতায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় সরকার।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |