যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপের বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাই না। বরং শুরু হওয়া একটি যুদ্ধ শেষ করতে চাই আমরা।
তিনি মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনের চিফ ইন্টারন্যাশনাল অ্যাংকর ক্রিস্টিয়ানে আমানপৌরকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।
এসপের ইরাকের সংসদে আমেরিকান সৈন্যদের প্রত্যাহারের বিল পাসের বিষয়ে বলেন, দেশটি থেকে সৈন্য প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।
আমানপৌরকে তিনি এসব কথার বলার কয়েক ঘণ্টা পরই ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ৮০ জন আমেরিকান সন্ত্রাসী সেনা নিহত এবং কমপক্ষে ২০০ জন আহত হন বলে জানায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন।
এর আগে গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে।
কে/এমকে