ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাণিজ্য মেলায় ৮শ’ টাকায় কোট-ব্লেজার

মিথুন চৌধুরী

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭ , ১১:২০ এএম


loading/img

শীতের প্রতাপ তেমনটা নেই বললে চলে। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গনে ব্লেজার ও কোটের স্টলের সামনে দিয়ে হাটলে গায়ে একটু শীতের ছোঁয়া পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবারই অন্যান্য স্টলের পাশাপাশি দেখা মেলে ব্লেজার ও কোট স্টলের। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। সব মিলিয়ে মেলায় এবার কোট-ব্লেজারের ৭০টির বেশি স্টল রয়েছে, গেলো বছর ছিল ৫০ এর নিচে।  বাণিজ্য মেলা ঘুরে এ চিত্র দেখা যায়। যার মূল্য ৮শ’ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

বিজ্ঞাপন

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশি দামের কারণে যারা ব্লেজার ও কোট কিনতে পারেন না তাদের অনেকেই এখন অপেক্ষা করেন বাণিজ্য মেলার জন্য। কারণ এ মেলাতেই মধ্যবিত্ত ক্রেতারা সুলভ মূল্যে হাল আমলের জনপ্রিয় কোট ও ব্লেজার কেনার সুযোগ পান। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারাও দেন নানা মূল্যছাড়। আবার কেউ কেউ ক্রেতা আকর্ষন করতে কাপড়ের গায়ে ঝুলিয়ে রাখছে মূল্য। ফলে নিজের সাধ্য অনুযায়ী দাম দেখে বেঁচে নেন পছন্দমত ব্লেজার।

বিজ্ঞাপন

বাহারি কোট-ব্লেজারের পসরা নিয়ে মেলায় অংশ নিচ্ছে মুন সান গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান। রাজধানীর এলিফ্যান্ট রোডের মনসুর ভবনে প্রতিষ্ঠানটির স্থায়ী বিক্রয়কেন্দ্র রয়েছে। কোট ও ব্লেজারের পাইকারি বিক্রেতা এ প্রতিষ্ঠানটি মূলত প্রচারণার জন্যই মেলায় অংশ নিচ্ছে বলে জানালেন ব্যবস্থাপক মো. আলম। বাণিজ্য মেলায় এই প্রতিষ্ঠানটির তিনটি স্টল রয়েছে।

মেলা উপলক্ষে কোট ও ব্লেজার ১৩শ’ টাকায় বিক্রি হচ্ছে মুন সান গার্মেন্টসে। বেচা-বিক্রি সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আলম বলেন, ‘বিক্রি খুব একটা ভালো না। বিক্রি বাড়াতে সব ব্লেজার ও কোট একই দামে বিক্রি করছি। আশা করছি, সামনের দিনগুলোতে আরও ভালো যাবে।’ এলিফ্যান্ট রোডের নিজস্ব কারিগর ও কারখানাতেই এসব কাপড় তৈরি করা হয় বলে তিনি জানান।

হরেক রকমের ব্লেজারও বিক্রি হচ্ছে জাহান এন্টারপ্রাইজের স্টলে। এসব ব্লেজারের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮৫০ টাকা। চীন ও ভারতের আমদানি করা ফেব্রিকস কাপড় দিয়ে বেশির ভাগ ব্লেজার ও কোট তৈরি করা হয় বলে জানা গেলো। দেশি কাপড় দিয়ে কেন এসব তৈরি হয় না—এমন প্রশ্নে বিপ্লব হোসেন জানান, দেশি কাপড় পাওয়া যায় না, আবার মানটাও ভালো না। বেচাকেনার অবস্থা নিয়ে মোটামুটি সন্তুষ্টির কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বাহারি ব্লেজার, মোদি ও মুজিব কোটের দেখা মেলে তামিম জোশ নামের একটি স্টলে। মোদি কোট এখানে কিনতে পাওয়া যাচ্ছে ১২শ’ থেকে ১৫শ’ টাকার মধ্যে। আর মুজিব কোট বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকার মধ্যে। ব্লেজার বিক্রি হচ্ছে ১৫শ’ টাকায়। তবে উন্নত কাপড় ও নকশার ব্লেজারগুলোর দাম রাখা হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

মেলার মূল ফটক দিয়ে প্রবেশ করে হাতের বাঁয়ে একটু এগোতেই চোখে পড়বে কোট ও ব্লেজারের বেশ কয়েকটি স্টল। ক্রেতাদের আনাগোনাও তুলনামূলকভাবে এ স্টলগুলোতে বেশি চোখে পড়ে।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, দিন যত গড়াবে ব্লেজারের দাম তত কমবে। যে ব্লেজার এখন ১৫শ’ টাকায় বিক্রি হচ্ছে, মেলার শেষ দিকে একই ব্লেজার ১ হাজার টাকা বা তারও নিচে নেমে আসে।

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |