• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১৭:২৭
ওমান, সুলতান কাবুস বিন সাঈদ
সুলতান কাবুস বিন সাঈদ (টাইমস অব ওমান থেকে নেয়া)

আধুনিক ওমানের রূপকার এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা শাসক সুলতান কাবুস বিন সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ওমান নিউজ এজেন্সির টুইটার অ্যাকাউন্টে শুক্রবার দিনগত রাতে তার মৃত্যুর কথা জানানো হয়। তিনি মৃত্যুর আগে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। খবর ইউএনবির।

কাবুস বিস সাঈদ ১৯৭০ এর দশকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং চার দশকের বেশি সময় ধরে রাজ্য পরিচালনা করেন।

তিনি ওমানকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তোলেন। তার শাসনামলে ওমান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়।

ওমানের দিওয়ান অব দ্য রয়্যাল কোর্টের এক বার্তা অনুসারে, সুলতান কাবুস বিস সাঈদের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে শনিবার ওমান টিভির বরাত দিয়ে জানানো হয়, দেশটির নতুন সুলতান হয়েছেন হাইতাম বিন তারিক।

কাবুস বিন সাঈদ অবিবাহিত ছিলেন। হাইতাম বিন তারিক তার চাচাতো ভাই। তিনি এর আগে ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী ছিলেন।

সুলতান হাইতাম বিন তারিক(টাইমস অব ওমান)

কে/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমানকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
চট্টগ্রামে ওমানপ্রবাসী ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর
ওমানে শিয়া মসজিদে বন্দুক হামলায় নিহত বেড়ে ৯, আইএসের দায় স্বীকার
ওমানে মসজিদের সামনে চারজনকে গুলি করে হত্যা