ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

গরিলার ছানি অপারেশন করলেন একদল মার্কিন চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১২ জানুয়ারি ২০২০ , ০১:০০ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ছানি অপারেশনে অভিনব রেকর্ড গড়লেন ক্যালিফোর্নিয়ার এক দল চিকিৎসক। সম্প্রতি সান দিয়াগো চিড়িয়াখানার তিন বছরের এক গরিলার ছানি অপারেশন করেছেন তারা।

বিজ্ঞাপন

সান দিয়াগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছেন, গত ১০ ডিসেম্বর তিন বছরের নারী গরিলা লেসলির বাঁ-চোখের ছানি অপারেশন করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভেটেরিনারি চিকিৎসকদের সহায়তাতে হয়েছে এই অপারেশন।

গরিলার অপারেশন করা চক্ষু বিশেষজ্ঞ ক্রিশ হেইচেল এ ব্যাপারে বলেছেন, হাজারেরও বেশি মানুষের অপারেশন করেছি আমি। কিন্তু গরিলার ছানি অপারেশন এই প্রথম।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, গরিলার সঙ্গে মানুষের গঠনগত অনেক সাদৃশ্য রয়েছে। তাই এই অপারেশন করতে গিয়ে তেমন অসুবিধা হয়নি তাদের।

জানা গেছে, ছানি অপারেশন পর এখন সুস্থ রয়েছে লেসলি। অপারেশন করে তার চোখে কৃত্রিম লেন্স লাগানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |