ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পর্যটকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মালেই আর নাগরিকত্ব পাবে না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২২ জানুয়ারি ২০২০ , ০৯:০৭ পিএম


loading/img
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা নির্দেশনায় জন্মগত পর্যটনের ক্ষেত্রে পরিবর্তন আনতে যাচ্ছে। এর ফলে কোনও পর্যটকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্মালেই নাগরিকত্ব পাবে না। খবর দেশটির গণমাধ্যম সিএনএনের।

বিজ্ঞাপন

জন্মগত পর্যটন অনুসারে, একটি দেশের নাগরিক পর্যটন ভিসায় অন্য কোনও দেশে গিয়ে সন্তান জন্ম দিলে এই নবজাতক দেশটির নাগরিকত্ব পায়। যুক্তরাষ্ট্রেও এই নীতি চালু আছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানান, সংশোধিত নির্দেশনা অনুসারে জন্মগত পর্যটনের ক্ষেত্রে ভ্রমণ ভিসা ব্যবহার করা যাবে না। এটি দ্রুতই প্রকাশ্যে আসবে।

বিজ্ঞাপন

তিনি জানান, জাতীয় নিরাপত্তা এবং আইন প্রয়োগের ক্ষেত্রে জন্মগত পর্যটনের ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য এটি করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।

গণমাধ্যমটি এই বিষয়ে জানতে চাইলে দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয় হোয়াইট হাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

আমেরিকান নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রথম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সোমবার (২০ জানুয়ারি) এই ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |