• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

আফগানিস্তানে বিমান বিধ্বস্তে সোলাইমানিকে হত্যার মূলহোতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০২০, ২১:৫০
কাসেম সোলাইমানি, যুক্তরাষ্ট্র
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি

আফগানিস্তানের গজনি প্রদেশে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ভূপাতিতে দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পশ্চিম এশিয়া শীর্ষস্থানীয় কর্মকর্তা মাইকেল ডি’ অ্যান্ড্রেয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র।

ডি’ অ্যান্ড্রেয়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেমকে হত্যাসহ অনেক সন্ত্রাসী কার্যক্রর্মের মূলহোতা ছিলেন বলে উল্লেখ করেছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

রুশ গোয়েন্দা সংস্থার সূত্রগুলোর বরাত দিয়ে ক্রেমলিনপন্থি ওয়েবসাইট ভেটেরান্স টুডে জানিয়েছে, ইরাক, ইরান ও আফগানিস্তানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানগুলোর নেতৃত্বদানকারী ডি’ অ্যান্ড্রেয়া সোমবার গজনিতে ভূপাতিত হওয়া বিমানটিতে ছিলেন।

আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া বিমানটি এয়ার ফোর্স ই-11 সার্ভেইল্যান্স এয়ারক্রাফট ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তবে বিমানটি শত্রুরা ভূপাতিত করেনি বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর।

অন্যদিকে তালেবান দাবি করছে, বিমানটি তারা ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, বিমানটিতে কতজন ছিলেন বা এই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাবে না বলে জানিয়েছে।

আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের সৈন্যদের মুখপাত্র কর্নেল সনি লেগেট টুইট বার্তায় জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্তাধীন আছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

কে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদানির সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া
রাশিয়ার হামলার শঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’, আঘাত হানতে পারে যেখানে
যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন