• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৭
শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি
ছবি সংগৃহীত

আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের পর কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি। তবে কী কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগপত্র জমা দিয়েছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিন শেখ আবদুল্লাহের পরবর্তী উত্তরসূরি হিসেবে আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করেন তিনি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার একটি রিপোর্টে বলা হয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি শুধু নতুন প্রধানমন্ত্রী হিসেবেই নয়; পাশাপাশি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করবেন কিনা, তা এখনও জানা যায়নি।

আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। সেই সময় কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন।

এ/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই ছেলেগুলোকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নিষিদ্ধের কাতারে ফেলবো না: সারজিস
যে কারণে কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হন বিদ্যা বালান
‘হোয়াট ইজ এক দফা’ বলা ছাত্রলীগ নেতা এখন কাতারে
ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি: জাপানের নতুন প্রধানমন্ত্রী