ত্রিপুরায় শুরু হয়েছে ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব (ভিডিও)
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসব।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রিপুরা রাজবাড়ি হিসেবে খ্যাত উজ্জয়ন্ত প্রাসাদে বর্নিল আলোক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুই দেশের মধ্যে পর্যটনের সম্ভাবনা আরও এগিয়ে নেবার তাগিদ দেন।
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, এরকম আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকর্মীর অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষার ঐক্য দুইদেশকে গভীর বন্ধনে আবদ্ধ করেছে। কাঁটাতারের বেড়া দুদেশের বন্ধুত্বকে ভাগ করতে পারেনি। পরে দুদেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
এমকে
মন্তব্য করুন