• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ভারত সফরের আগে ভাইরাল ‘বাহুবলী ট্রাম্প’ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩
ডোনাল্ড ট্রাম্প
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগেই তাকে নিয়ে উত্সাহ দেখা যাচ্ছে একদল ভারতীয়র মধ্যে। পিছিয়ে নেই একদল মার্কিন নাগরিকও। আর সেই সঙ্গে পাল্লা দিচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতেও একের পর এক মজার ভিডিও, মিম শেয়ার হতে শুরু করেছে। এমনই একটি ভিডিও শেয়ার করলেন খোদ ট্রাম্প।

ট্রাম্পের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে ভিডিওটি রিটুইট করা হয়েছে। সেখানে ট্রাম্পকে বাহুবলীর চরিত্রে দেখা যাচ্ছে। ভিডিওটি আগে সোলমিমস ১ নামে একটি টুইটার হ্যান্ডেলে পোস্ট হয়, সেটিই শেয়ার হয়েছে ট্রাম্পের হ্যান্ডেল থেকে।

ভিডিওতে ‘বাহুবলী’ সিনেমার একটি গানে প্রভাসের ছবির ওপর ট্রাম্পের ছবি সুপার ইম্পোজ করা হয়েছে। শুধু ট্রাম্পই নন, ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার স্ত্রী যশোদাবেনকেও দেখানো হয়েছে। রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়াও।

ভিডিওটি একাধিক হ্যান্ডেলে শেয়ার হয়েছে। তবে এটিই প্রথম নয়, বাহুবলীর রূপে ট্রাম্পকে আগেও দেখানো হয়েছে। এমনই একটি ভিডিও এর আগে গত ২৩ জানুয়ারি পোস্ট করা হয়। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। ভিডিওগুলো কয়েক লাখ করে ভিউ পেয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের শত্রু নয়: ট্রাম্প
প্রথম সামাজিক অনুষ্ঠানে মেলানিয়াকে নিয়ে নাচলেন ট্রাম্প
ডব্লিউএইচও থেকে বেরিয়ে যেতে ট্রাম্পের সই