ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা আতঙ্কের মধ্যে জ্যান্ত পোকা খাচ্ছেন ভিয়েতনামী ব্যক্তি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ০৬:৪৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে মহামারী আকার ধারণ করা এই ভাইরাস মহাদেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এর মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি কিলবিল করতে থাকা পোকা খাচ্ছেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিও। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন দেড় লাখেরও বেশি ইউজার। সেখানে দেখা যাচ্ছে, টি-শার্ট পরে রেস্তোরাঁয় বসে রয়েছেন এক ব্যক্তি। তার সামনে রাখা প্লেটে কিলবিল করছে পোকা। সেই জ্যান্ত পোকা চপস্টিকে তুলে খাচ্ছেন তিনি।

ওই ব্যক্তি ভিয়েতনামের হ্যানয়ের বাসিন্দা। সেখানকার রেস্তোরাঁতেই পোকা খাচ্ছেন তিনি। তার খাওয়া ওই পদের নাম ‘কোকোনাট ওয়ার্ম’। ভিডিওটি শেয়ার করে দ্য সানের টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, প্লেটে নড়াচড়া করা এ রকম খাবার আপনি খেয়েছেন কখনও?

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |