• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এরদোয়ানকে ‘অপমানের’ পর তুরস্কের পার্লামেন্টে মারামারি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মার্চ ২০২০, ১৫:৩৯
Brawl in Turkey's parliament after MP criticises Erdogan
আল-জাজিরা থেকে নেয়া

তুরস্কের পার্লামেন্টে দেশটির একজন বিরোধী দলীয় আইনপ্রণেতার বক্তব্যের সময় মারামারির ঘটনা ঘটেছে। এর আগে তিনি অভিযোগ করেন যে, সিরিয়ায় নিহত তুর্কি সেনাদের প্রতি অসম্মান দেখিয়েছেন প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। খবর আল-জাজিরার।

ওই ঘটনার এক ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন সংসদ সদস্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এর মধ্যে কয়েকজন সংসদ সদস্য ডেস্কের ওপরেও উঠে পড়েন। তবে কয়েকজন সংসদ সদস্য মারামারি থামানোরও চেষ্টা করেন।

তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশনের খবরে বলা হয়েছে, মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতেও পড়ে যান।

তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এজন আইনপ্রণেতা এনজিন ওজকক এক সংবাদ সম্মেলন ও পরে টুইটে অভিযোগ করে বলেছিলেন যে, গত সপ্তাহে সিরিয়ার ইদলিবে নিহত তুর্কি সেনাদের অসম্মান করেছেন এরদোয়ান। এসময় তিনি এরদোয়ানকে ‘মর্যাদাহীন, অজ্ঞ, নিম্ন রুচির এবং বিশ্বাসঘাতক’ বলে বর্ণনা করেন।

ওজকক আরও বলেন, এরদোয়ান তুরস্কের জনগণের সন্তানদের যুদ্ধে পাঠাচ্ছে যেখানে তার সন্তানরা দীর্ঘ মেয়াদি সামরিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছে। পরে সংসদে সিএইচপি’র একজন এমপি বক্তব্য দেয়ার সময় মারামারির ঘটনা ঘটে।

এদিকে তুর্কি পার্লামেন্টের স্পিকার মুস্তাফা সেনটপ বিরোধী দলীয় আইনপ্রণেতার বক্তব্যের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে এরদোয়ানকে অপমান করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে তুরস্কের সরকারি কৌঁসুলিরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
তুরস্কের নারী বেলুন পাইলট ওজদেম
শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে তুরস্কের প্রতি ড. ইউনূসের আহ্বান 
বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক: উপদেষ্টা বশির