ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সৌদিতে রাজপরিবারের প্রভাবশালী তিন সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৭ মার্চ ২০২০ , ১০:৩৪ এএম


loading/img
ফাইল ছবি

সৌদি আরবে রাজপরিবারের তিন প্রবীণ প্রভাবশালী সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে বর্তমান বাদশাহর ভাইও রয়েছেন। তবে তাদের আটকের কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

বিজ্ঞাপন

আটকদের মধ্যে দুজনকে সৌদি আরবের খুবই প্রভাবশালী ব্যক্তি বলে ধরা হয়। তাদের আটকের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক রয়েছে।

এর আগে ২০১৭ সালে ডজনখানেক রাজকীয় ব্যক্তিত্ব, মন্ত্রী ও ব্যবসায়ীকে যুবরাজের নির্দেশে রিয়াদের রিজ-কার্লটন হোটেলে আটক করে রাখা হয়।

বিজ্ঞাপন

নতুন করে আটক হওয়া ব্যক্তিরা হলেন বাদশাহর ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

এর মধ্যে ২০১৭ সালে মোহাম্মদ বিন নায়েফকে মোহাম্মদ বিন সালমানের নির্দেশে গৃহবন্দী করা হয়। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গার্ডরা রাজকীয়দের মুখোশ ও কালো পোশাক পরে আটক হওয়া ব্যক্তিদের বাড়ি যায়। সেখানে তল্লাশি চালায়।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |