সময়ের প্রতিশ্রুতিশীল আইটেম গার্ল কাম চিত্রনায়িকা বিপাশা কবির। নিজেকে পর্দায় সবসময় নতুনভাবে উপস্থাপন করা যার অন্যতম স্বভাব।
এবার দর্শক নতুন রূপে দেখবেন বিপাশাকে। আলোচিত চলচ্চিত্র 'রাজনীতি'-তে তাকে মেরিলিন মনরোকের রূপে দেখা যাবে।
বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবির টাইটেল গানে মেরিলিন মনরোর সাজে সাজলেন বিপাশা কবির।
'প্রেমের জন্য জীবনবাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোন রাজনীতি'-কবির বকুলের লেখা এই গানের সুর ও সঙ্গীতআয়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী।
এ ব্যাপারে বিপাশা আরটিভি অনলাইনকে বললেন, সেভেন ইয়ার ইচ চলচ্চিত্রে মেরিলিন মনরোর সেই স্কার্ট উড়ে যাবার দৃশ্যটি আমার দারুণ লাগে। তার ওই ঢঙে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। দর্শকরা এতে নতুন এক বিপাশাকে দেখতে পাবেন।
গেলো ৩০, ৩১ এবং ফেব্রুয়ারি ১ তারিখ উলুখোলার 'মেঘ বাড়ি' রিসোর্টে চিত্রায়িত এই গানটিতে বিপাশা ছাড়াও অংশ নিয়েছেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।
এইচএম