• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০২০, ২২:২৯
সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ
ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ৯ বছরে অন্তত ৩ লাখ ৮৪ হাজার সিরীয় নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১ লাখ ১৬ হাজার বেসামরিক বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পর্যবেক্ষক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ২২ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। এছাড়া আছে ১ লাখ ২৯ হাজার ৪৭৬ জন সিরীয় যোদ্ধা। নিহতদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন হিজবুল্লাহর সদস্য রয়েছে। আর বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নিহতের সংখ্যা ৫৭ হাজার। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের ১৩ হাজার ৬২৪ জন সদস্যও নিহত হয়েছে। এই দলটি যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে।

গত ডিসেম্বর থেকে দামেস্ক প্রশাসন সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। তবে আঙ্কারা ও মস্কোর মধ্যস্থতার ফলে বর্তমানে ইদলিবে অভিযান বন্ধ রয়েছে।

সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির অবকাঠামোগত অবস্থা ভেঙে পড়েছে। অর্থনৈতিক অবস্থাও শোচনীয় পর্যায়ে রয়েছে। জাতিসংঘের মতে, নিকট ভবিষ্যতে দেশটি যুদ্ধপরবর্তী অর্থনৈতিক দুরবস্থা ও স্বাস্থ্যগত বিপর্যয়ে পড়তে যাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়