সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলিতে নিহত সাংবাদিক হাকিমুল হক শিমুলের হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক নিহতের ঘটনায় যেই জড়িত থাক না কেনো কেউ ছাড় পাবে না। সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যার সঙ্গে যতো বড় শক্তিশালী কিংবা প্রভাবশালীই জড়িত থাকুক অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।
আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিক শিমুল হত্যায় মেয়রের জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুর শর্টগানের গুলিতে আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এইচটি/ডিএইচ