ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মেয়র মিরু কারাগারে

সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:৩৬ পিএম


loading/img

সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার আদালত এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মিরুকে দুপুরে আদালতে হাজির করে করে পুলিশ। শুনানি শেষে কারাগারে পাঠানোর নিদের্শ দেন আদালত।   

সকালে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, এ মামলার জব্দ করা বিভিন্ন আলামত সিআইডিতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

রোববার রাত সাড়ে নয়টায় ঢাকার শ্যামলী থেকে মিরুকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে সিরাজগঞ্জে নেয়া হয়।

গেলো বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শিমুল পৌর মেয়র মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে মারা যান।

জেএইচ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |