ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শুভ্রা মুখার্জি হাসপাতাল হবে অত্যাধুনিক

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ , ০২:৩৩ পিএম


loading/img

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিনী ও নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জির নামে প্রস্তাবিত ‘শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতালের’ নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হবে অত্যাধুনিক এ হাসপাতালটি। জানালেন বেঙ্গলগ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে নড়াইলের বাঁশভিটায় হাসপাতালের জায়গা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বেঙ্গল গ্রুপ ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে নির্মিত হবে এটি।

বিজ্ঞাপন

এসময়, শারমিন গ্রুপের চেয়ারম্যান ইসমাইল হোসেন, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও শূভ্রা মুখার্জি ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নড়াইল সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলটি।  

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |