করোনাভাইরাস: ভারতে লকডাউন ভঙ্গ করায় ৫০০ বার ‘আমি দুঃখিত’ লিখতে হলো পর্যটকদের
ভারতীয় কর্মকর্তারা রোববার জানিয়েছে, ১০ জন বিদেশে দেশটির একটি শহরে লকডাউন ভাঙায় তাদের ৫০০ বার ‘আমি দুঃখিত’ লিখতে বাধ্য করা হয়েছে। মার্চ মাসের শেষদিকে ভারতজুড়ে লকডাউন জারি করা হয়, এসময় বাসিন্দাদের খাদ্যসামগ্রী ও ওষুধ কেনা ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
ওই পর্যটকদের মধ্যে ইসরায়েল, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ার নাগরিক রয়েছেন। তারা উত্তরাঞ্চলীয় ভারতের ঋষিকেশ শহরে হাঁটছিলেন। ১৯৬৮ সালে এই শহরের একটি আশ্রমে আধ্যাত্মিক শান্তি খুঁজতে বিখ্যাত ব্যান্ড বিটলসের সদস্যরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বিনোদ শর্মা বলেন, ‘আমি লকডাউনের নিয়ম মানিনি তাই আমি খুবই দুঃখিত’-তাদের প্রত্যেককে দিয়ে এ কথা ৫০০ বার লেখানো হয়েছে।
তিনি বলেন, এই এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও ইসরায়েলের ৭০০-র বেশি পর্যটক লকডাউনের আইন অমান্য করেছে। তবে ওই ১০ পর্যটককে শিক্ষা দিতে এমন অদ্ভূত সাজা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বিদেশি অতিথিরা কেবল স্থানীয় সহায়ককে নিয়ে বের হতে পারবে হোটেলগুলোকে তারা এমন নির্দেশ দেবে। যারা এমন নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান শর্মা।
প্রাণঘাতী ভাইরাসের বিস্তার করতে মানুষজন যাতে ঘরে থাকে সেজন্য পুলিশ করোনাভাইরাসের মতো দেখতে হেলমেট পরাসহ বিভিন্ন অদ্ভূত উপায় ব্যবহার করছে।
কিন্তু কিছু রাজ্যের পুলিশকে রাস্তার পাশে থাকা চালকদের মারতে দেখা গেছে। এছাড়া উবু হওয়া ও লাফ দেয়ার মতো সাজা দিতে দেখা গেছে।
এদিকে রোববার পুলিশ জানিয়েছে, লকডাউন ভঙ্গ করায় তারা নয়জনকে গ্রেপ্তার করেছে। উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের পাতিয়ালা জেলায় লকডাউন অমান্য করে এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তার হাত কেটে দেয়ার পর ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তা বলছেন, একটি চেকপয়েন্টে ওই ব্যক্তিদের আটকানো হয়, কিন্তু তারা বাড়ি ফেরত যেতে অস্বীকৃতি জানায়, এসময় তারা গাড়ির গতি বাড়িয়ে স্টিলের ব্যারিকেডে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, ওই সংঘর্ষের একজন একটি তলোয়ার বের করে একজন পুলিশ সদস্যের হাত কেটে ফেলে। এসময় আরও ছয়জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে এই লকডাউন আরও দুই সপ্তাহ বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিন সপ্তাহের লকডাউন আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যেই কিছু রাজ্য লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৯ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৩১ জনের।
এ
মন্তব্য করুন