ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আমেরিকায় ব্যাপক অভিবাসী ধরপাকড়ে উদ্বেগ, আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:৩৭ পিএম


loading/img

আমেরিকার ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা কয়েকশ' অভিবাসী আটক করেছেন। এ অভিযান চালানো হয়েছে অভিবাসীরা থাকেন এমন এলাকাতে। এ ধরপাকড়ে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসীদের মাঝে।

বিজ্ঞাপন

ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের নির্বাহী পরিচালক আলি নুরানি বলেন, ‘অভিবাসীদের ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া আমেরিকান যারা অভিবাসীদের বন্ধু এবং পরিবারের সদস্যদের মতো ভালোবাসেন তাদেরও ওই আতঙ্ক স্পর্শ করেছে।’

আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর লস অ্যাঞ্জেলস শাখা কার্যালয়ের কর্মকর্তা ডেভিড মেরিন বলেন, আটলান্টা, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস ও এর আশেপাশের এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তবে আইসিইর পক্ষ থেকে গ্রেপ্তারের মোট সংখ্যা প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

তবে আটলান্টা অফিসের মুখপাত্র ব্রিয়ান কক্স বললেন, তাদের কার্যালয়ের অধীনে থাকা তিনটি প্রদেশ থেকে ২০০ জনকে আটক করা হয়েছে।

এছাড়া লস অ্যাঞ্জেলস ও এর আশেপাশের এলাকা থেকে ১৬১ জনকে আটক করা হয়েছে বলে জানান মেরিন।

সাংবাদিকদের সঙ্গে কনফারেন্স কলে আইসিইর ওই কর্মকর্তা বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ অভিযানে অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এপি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |