• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় আহত হয়েছেন কিম জং উন?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৫:৩৩
কিম জং উন
সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় আহত হয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন উত্তর কোরিয়ার একজন ডিফ্যাক্টর। কিম জং উন রহস্যজনকভাবে গত কয়েকদিন জনসম্মুখে না আসায় যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এ কথা বলেছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি সাবেক ওই কর্মকর্তা লি জিউং হো। খবর ডেইলি মেইলের।

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিমের দাদা কিম ইল সাংয়ের জন্মদিন ছিল। উত্তর কোরিয়ার রাজনৈতিক ক্যালেন্ডারে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কিন্তু কিম জং উন ওই অনুষ্ঠানে হাজির না হওযার তার স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এরই মধ্যে হংকংয়ের একটি টিভি চ্যানেল জানায়, মারা গেছেন কিম জং উন। আনুষ্ঠানিকভাবে এটা কেউ নিশ্চিত করেনি।

তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের খবর নাকচ করে দিয়েছে। কিন্তু কিমের শারীরিক অবস্থা নিয়ে সুনিশ্চিতভাবে কিছু জানায় যায়নি এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও এ বিষয়ে কিছু জানায়নি।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ডং-আ ইলবো’তে লি লিখেন, গত ১৪ এপ্রিল একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় আহত হয়ে থাকতে পারেন কিম জং উন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে করা রিপোর্টে গরহাজির ছিলেন কিম এছাড়া মিসাইল উৎক্ষেপণ এবং যুদ্ধবিমানের ট্রেনিংয়েরও কোনও ফুটেজ নেই; যার মানে হচ্ছে অনাকাক্ষিত এক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

হার্টের সার্জারির পর গুরুতর অসুস্থ হওয়ার পর কিম ‘ব্রেন ডেড’ হতে পারে- এমন খবরও নাকচ করে দিয়েছেন লি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভ্যুত্থানে আহতদের দেখতে গেলেন নবনিযুক্ত সিইসি 
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ১০
গণ-অভ্যুত্থান: আহতদের জন্য যে ব্যবস্থা নিচ্ছে ফাউন্ডেশন
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত