বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুকে ব্যথা অনুভব করায় রোববার রাত পৌনে ৯টার দিকে তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়। বর্তমানে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। খবর এনডিটিভি’র।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মনমোহন সিংকে সাধারণ বেডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতীশ নায়েক।
লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মনমোহন। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে পরামর্শ দেন। ২০০৯ সালে একবার তার বাইপাস সার্জারি হয়েছে। তার পর থেকেই বেশ দুর্বল হয়ে গেছেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী।
তবে অসুস্থতার মধ্যে থাকলেও লকডাউনের মধ্যেই রাজনীতিতে সচল ছিলেন মনমোহন। সম্প্রতি সোনিয়া গান্ধী ও কংগ্রস দলীয় মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন। দেশের অর্থনীতি নিয়েও প্রশ্ন তোলেন। তৃতীয় দফার লকডাউনের পর কী করবে সরকার সেটি নিয়েও জানতে চান মনমোহন।
এ/পি
মন্তব্য করুন