জামাল খাসোগির হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন ছেলেরা
সৌদি নাগরিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন তার ছেলেরা।
আজ শুক্রবার (২২ মে) এক টুইট বার্তায় খাসোগির ছেলেদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে আরব নিউজ জানায়, টুইট বার্তায় বলা হয়, আমরা শহিদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা করছি যে, যারা আমাদের বাবাকে হত্যা করেছেন আমরা তাদের ক্ষমা করে দিলাম।
সাংবাদিক জামাল খাসোগি সৌদির রাজপরিবারের সমালোচক হিসেবে বেশ পরিচিত ছিলেন। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
সেদিন জামাল খাসোগি ওই কনস্যুলেটের ভেতর প্রবেশের পর নিখোঁজ হন। তাকে সেখানে হত্যার পর রাসায়নিক দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে।
তবে বরাবরই তা অস্বীকার করে আসছে সৌদি।
এদিকে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সাংবাদিক হত্যায় অভিযুক্ত পাঁচ জনের ফাঁসির দেয়। সেই সাথে এই হত্যার সাথে দেশটির সরকার প্রধানের কোনও ধরণের সম্পৃক্ততা নেই বলেও জানায়।
এমকে
মন্তব্য করুন