ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবারের নির্বাচনেও ট্রাম্পকে সমর্থন দেবেন না বুশ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৭ জুন ২০২০ , ০৯:০১ পিএম


loading/img
ফাইল ছবি

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এবারও সমর্থন করবেন না সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। নির্বাচনে জর্জ ডাব্লিউ বুশের ছোট ভাই জেব বুশও ট্রাম্পকে ভোট দেবেন না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করে।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেননি বুশ। ট্রাম্পের সঙ্গে বুশ পরিবারের বৈরি সম্পর্ক থাকায় তারা ভোট দেননি বলে মিডিয়ায় খবর প্রকাশ হয়। সে সময় বুশের বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশও সরাসরি ট্রাম্পের বিরোধিতা করেছিলেন।

বিজ্ঞাপন

গত এক বছরের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে নেমে এসেছে বলে জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পর এ খবর পাওয়া গেল।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট জো বাইডেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |